উইন্ডিজকে ২৮০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
নাগরিক২৪ | সোনিয়া আরিফ প্রকাশিত: ২৩. জুলাই. ২০১৮ , সোমবার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের সামনে ২৮০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ের শুরুতেই নিজের শূন্য রানে ফিরে যান আনামুল হক। দলের রান তখন মোটে এক। তার পর ব্যাটে আছেন সাকিব আল হাসান। ওপেনার তামিমের সঙ্গে দলকে ধীরে ধীরে এগিয়ে নেন তিনি।
ম্যাচের ৪.৪ ওভারে গায়ানায় বৃষ্টি নামে। বাংলাদেশ তখন ১ উইকেট হারিয়ে ১০ রানে ব্যাট করছিল। বৃষ্টির পরে ব্যাট দলকে এগিয়ে নেন সাকিব এবং তামিম। তাদের দু’জনের ব্যাটে ২৬ ওভারের মাথায় শত রানে পৌছায় বাংলাদেশ। এরপর নিজেদের আগের ১৪৪ রানের জুঁটি ছাড়িয়ে করে ২০৮ রান।
দু’জনের সামনেই সেঞ্চুরি করার দারুণ সুযোগ ছিল। কিন্তু সাকিব ১২১ বলে ৯৭ রান করে ফিরে যান। তামিম অবশ্য সেঞ্চুর পূর্ণ করেছেন। খেলেছেন ১৬০ বলে ১৩০ রানের ইনিংস। সাকিবের আউটের পর ব্যাটে আসা সাব্বির অবশ্য ৩ রান করে স্টাম্প হয়ে ফিরে যান। তারপর ব্যাটে এসেছেন মুশলিকুর রহমান।
মুশফিকের ১১ বলে ৩০ রানের ঝড়ে এবং শেষের দিকে তামিমের দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেটে ২৭৯ রান করে বাংলাদেশ। মুশফিক আউট হয়ে যাওয়ার পর এক বলে ৪ রান করেন মাহমুদুল্লাহ।
এর আগে বাংলাদেশ দলে এ ম্যাচে ইনজুরি কাটিয়ে ফেরেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারেননি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না তিনি।
ওদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দে রাসেল। দীর্ঘ প্রায় তিন বছর পরে আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে নামছেন তিনি। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলবেন আনামুল হক। প্রস্তুতি ম্যাচে অর্ধ শতকের দারুণ এক ইনিংস খেললেও দলে জায়গা হয়নি লিটস দাসের। তার বদলে দুইয়ে ব্যাট করতে দেখা যাবে সাব্বির রহমানকে।