কে এই রাজকুমারী রিয়া,?
নাগরিক২৪ | আবির আহমেদ প্রকাশিত: ২৮. মার্চ. ২০১৮ , বুধবার
রাজকুমারী রিয়া, বলা যায় এই সময়ের সম্ভাবনাময় মডেল কিংবা অভিনেত্রীদের একজন। ইসতিয়াক আহমেদ আবিরের নির্দেশনায় ‘কফি ’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে মূলত আলোচনায় আসেন তিনি। তবে রাজকুমারী রিয়া, প্রথম বিজ্ঞাপনে মডেল হন রবিউল ইসলাম রবি র পরিচালনায় শাড়ির বিজ্ঞাপনে। সর্বশেষ তিনি জয় নির্দেশনায় ‘আশরাফ ফার্নিচার ’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন গত বছরের শেষ দিকে। এরপর আর নতুন কোন কিজ্ঞাপনে না দেখা গেলেও রাজকুমারী রিয়া এখন টিভি নাটকে ও মিউজিক ভিডিও বেশি সময় দিচ্ছেন। মিডিয়াতে রাজকুমারী রিয়ার আগমন বিজ্ঞাপন নির্মিতা ইসতিয়াক আহমেদ আবিরের হাত ধরে।
কেমন লাগছে মিডিয়ার কাজ, জবাবেব রাজকুমারী রিয়া, বলেন, অনেক ভালোলাগছে। ভালো কাজের রেসপন্স প্রতিমুহুর্তে পাচ্ছি এটা ভীষণ ভালোলাগার। আমি মূলত অভিনয় বেশি এনজয় করি। তবে মডেলিংটাও বেশ ভালোলাগে। নিজেকে দুটো মাধ্যমেই প্রতিষ্ঠিত করতে চাই। চাই সবার সহযোগিতা। ’ রাজকুমারী রিয়া, যখন জন্ম হয় তখন তার বাবা ব্যবসার কাজে রাশিয়ায় ছিলেন। যে কারণে তার দাদা রাজকুমারী রিয়া,’র আসল নাম রেখেছিলেন ‘রাফি’ । তবে মিডিয়াতে তিনি রাজকুমারী রিয়া নামেই পরিচিত। ২৯ জানুয়ারী জন্ম নেয়া রাজকুমারী রিয়া পড়ছেন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। গোপালগঞ্জ মেয়ে রাজকুমারী রিয়া,সেই সাথে রাজকুমারী রিয়া,ও চমৎকার একজন অভিনেত্রী।
